বল দেখি নতুন সমাজ গঠন হবে কবে?
সমাজ জুড়ে সুশিক্ষা আর সত্য স্বপ্ন রবে,
বল দেখি নতুন রবি কখন আলো দেবে?
মিথ্যে যখন সত্য মেনে রাতের প্রদীপ হবে।
বল দেখি সবার আগে কাকে মানবে তুমি?
যিনি তোমার জন্মদাত্রী চরনে যাও চুমি
বল দেখি মানবকূলে বটবৃক্ষ কে?
জন্মদাতা পরিচয়ে এ জগতে সে।
বল দেখি কাহার তরে থাকবে জেগে তুমি?
সে যে তোমার সাঁঝ সকালের প্রাণের সবুজ ভূমি
বল দেখি কাহার দেহ জ্বললে জ্বলো নিজে?
মাতৃভূমির হলে বিপদ ধ্বংস জাতের বীজে।
বল দেখি কোন মানুষটি সেরা মানুষ হয়?
আত্মকর্ম ধর্ম মতে নিজে সঠিক রয়
বল দেখি সবার সেরা মানব তিনি কে?
সূর্য ডুবে যে আকাশে ঘুমের দেশে সে।
বল দেখি প্রথম পাঠের পাঠশালাটা কই?
যেথা তুমি উঠলে বেড়ে জবাবে তা হয়
বল দেখি তাহার পরে কে যে জাতির চাবি?
শিক্ষক বিনে আছে কি কেউ দেখো দেখি ভাবি।
বল দেখি তুমি আমি বাঁচি কাহার দমে?
সর্বশক্তি অসীম তিনি হুকুম তামিল যমে
বল দেখি সপ্ত আকাশ’পরে কাহার আসন?
মহাগ্রন্থে রাখেন যিনি আত্ম ছন্দে ভাষণ।
কবিতা : প্রশ্ন
লেখক : এম আল মাহমুদ হাসান