বলুন দেখি জগৎ জুড়ে কারা অমর হবে?
কাদের তরে মানব সমাজ অমর বাণী কবে?
বলুন দেখি আপন ভুবন কার আঁধারে ঘেরা?
কাদের জন্য হবেন আপনি সর্বকালের সেরা?
বলুন দেখি সমাজ জুড়ে কাহার কথা চলে?
কাহার হুকুম হতে তামিল ধন্যি ধন্যি বলে?
বলুন দেখি মায়ের চেয়ে কেউ কি আছে বড়?
কাহার পূণ্য অধিক হবে করলে সকল জড়ো?
বলুন দেখি বাবার চেয়ে দায়িত্ব কার বেশি?
হলে বিপদ সামনে আসে হৃদের চেয়ে পেশী?
বলুন দেখি কত রাতে পাখির আসে ঘুম?
কার আদরের পরশ কি’বা কপালে দেয় চুম?
বলুন দেখি সর্ব শাস্ত্রে হিংসে কোথা আছে?
অহিংস কার মুখের বাণী সকল জীবের কাছে?
বলুন দেখি লম্বা মাপে কেউ কি বড় হয়?
গুণে বড় হলে কি সে মানে বড় নয়?
বলুন দেখি কুরুক্ষেত্রে যোদ্ধা কারা হবে?
আত্মসিদ্ধি বিলোপ করে আছেন কি রে ভবে?
বলুন দেখি ক’ফোঁটা জল সিন্ধু তৈরি করে?
কার আদেশে বেঁচে আছে মানব ভুবন পরে?
বলুন দেখি তাঁরার মেলা কার আদেশে বসে?
কার নিষেধে ঝড়ো বায়ু আপন অংক কষে?
বলুন দেখি খাবার খানা ক্যামনে দেহে রয়?
কার চাওয়াতে মৃদু সমীর জীবের পরে বয়?
বলুন দেখি কাহার কাছে লাটাই সুতো রাখা?
জীবের মৃত্যু সরল নাকি রক্তে ললাট মাখা?
বলুন দেখি স্বর্গ নরক কাহার সৃজন ভাই?
হুর পরীরা যাহা দেবে এখানে কি নাই?
বলুন দেখি প্রশ্ন করে আপন বিবেক জেগে?
কাহার লাগি আপনি পুড়েন যাচ্ছে সত্য ভেগে?
বলুন দেখি কি সে যে মাপ সকল পাপের ইতি?
কোন কারনে গাইবে না ভাই উনার নামের গীতি?
কবিতা : তিনি